ইসরায়েলের টানা অবরোধ এবং ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। সেখানকার বাসিন্দাদের ক্ষুধা মেটাতে বিমান থেকে খাবার ফেলতে হচ্ছে। তা সত্ত্বেও খাদ্যের চাহিদা মেটানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ভাগাড়ে খাবার খুঁজতে দেখা গেছে গাজার ফিলিস্তিনিদের।
বার্তা সংস্থা আনাদোলুর দাউদ আবু আলকাসের তোলা ছবিতে এমন মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে। ছবিতে বেশ কিছু ফিলিস্তিনিকে গাজা সিটির ফিরাস মার্কেটের পাশের ভাগাড় থেকে খাবার সংগ্রহ করতে দেখা গেছে। সেখানে ঘণ্টার পর ঘণ্টা খাবারের সন্ধান করেছে তারা।
গাজা দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে—এমন সতর্কবার্তা দিয়ে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, গাজায় প্রতি তিনজনের মধ্যে একজনকে না খেয়ে থাকতে হচ্ছে।
ইসরায়েলের গণহত্যার কারণে গাজার পরিস্থিতির অবনতি হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
গত শুক্রবার সংস্থাটির উপনির্বাহী পরিচালক টেড চাইবান বলেন, গাজার তিন লাখ ২০ হাজারের বেশি শিশু অপুষ্টির ঝুঁকিতে আছে। গাজায় অপুষ্টির সূচক দুর্ভিক্ষের সীমা ছাড়িয়ে গেছে।
তিনি আরো বলেন, ‘আজ আমি গাজার বিষয়ে গুরুত্ব দিতে চাই।
কারণ গাজায় দুর্ভোগ এখন সবচেয়ে তীব্র এবং সেখানে মানুষ নজিরবিহীনভাবে মারা যাচ্ছে। আমরা একটি সন্ধিক্ষণে আছি। আমাদের এখনকার সিদ্ধান্ত নির্ধারণ করবে যে হাজারো শিশু মরবে নাকি বাঁচবে।’
এদিকে গাজায় গতকাল আরো ৩৬ জনকে হত্যা করেছে ইসরায়েল। তাদের মধ্যে ১৩ জন ত্রাণপ্রত্যাশী রয়েছে।
এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৬০ হাজার ৪৩০ জনকে হত্যা করল ইসরায়েলি বাহিনী।
ছাড়া গাজা উপত্যকায় খাবারের অভাবে আতেফ আবু খাতের নামে এক ১৭ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে। তার কোনো রোগ ছিল না এবং আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন। তবে খাবারের অভাবে তার ওজন ৭০ কেজি থেকে কমে ২৫ কেজিতে দাঁড়িয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।