জুমবাংলা ডেস্ক : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দেবরের লাঠির আঘাতে আশরাফুন বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১২টার দিকে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আশরাফুন বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের তাল পুকুর সোনারপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।
শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম জানান, আমজাদ হোসেন এবং তার ছোট ভাই আফজাল হোসেনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। শনিবার আশরাফুন বেগম আফজালের ঘরের টিনের সঙ্গে বাঁশের খড়ি (লাকড়ি) রোদে শুকাতে দিয়েছিলেন। বিকেল ৫টার দিকে এ নিয়ে আফজাল ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আফজাল হোসেন লাঠি দিয়ে ভাবি আশরাফুনের মাথায় আঘাত করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী হত্যা মামলা দায়ের করবেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel