জুমবাংলা ডেস্ক : ‘করোনায় ভয় নয়, সচেতনতায় হবে জয়’ এ স্লোগান নিয়ে যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ মে) সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের অর্থনৈতিক সহায়তায় শার্শা উপজেলা ছাত্রলীগের সদস্যরা সেবামূলক এ কাজে যোগ দেন।
শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার জানান, চিকিৎসা সেবার জন্য যারা ভারতে গিয়েছিলেন এখন তারা ফিরছেন। এ কারণে নিজ খরচে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হচ্ছে। ফেরত আসা এসব যাত্রীর অনেকে অর্থনৈতিক সংকটে আছেন। তাদের সাথে থাকা ছোট ছেলেমেয়েরা ভোগান্তি পোহাচ্ছে। বিষয়টি বিবেচনা করে মানবিক কারণে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন যাত্রীদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। খাদ্যসহ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে বলেও জানান এ ছাত্রলীগ নেতা।
এ সময় ইফতার বিতরণে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতায় ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ মিলন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আল ইমরান, খাইরুজ্জামান সজিব, আলমগীর হোসেনসহ উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের সব নেতাকর্মী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।