স্পোর্টস ডেস্ক : ফরম্যাটটা যদিও ভিন্ন। কিন্তু টি-২০তে ঘরের মাঠে দুঃসময় কাটাচ্ছে ভারত। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল ৪ উইকেটে। এমন বাজে সময়ের ভেতর এবার ওয়ানডে র্যাংকিংয়ে দুসংবাদ পেল তারা। তাদের পেছনে ফেলে র্যাংকিংয়ের চারে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর বাবর আজমের দলের রেটিং পয়েন্ট ১০৬, যা পাঁচে থাকা ভারতের থেকে এক পয়েন্ট বেশি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে ছিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের কোনো পাত্তাই দেয়নি স্বাগতিকরা। পরশু মুলতানে তৃতীয় ওয়ানডেতেও জয় পায় খুব সহজে। ডিএলএস মেথডে উইন্ডিজকে ৫৩ রানে হারিয়ে ধবল ধোলাইয়ের ষোলোকলা পূর্ণ করে তারা। ২৭০ রানের টার্গেটে খেলতে নেমে ২১৬ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। ম্যাচ-সেরা হয়েছেন ৮৬ রান ও ৪ উইকেট নেওয়া শাদাব খান। সিরিজ-সেরা ওপেনার ইমাম উল হক।
এদিকে মুশফিকুর রহিম ও স্বদেশি আসিথা ফার্নান্দোকে পেছনে ফেলে আইসিসি মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দুই সেঞ্চুরিসহ ৩৯৯ রান করেছেন তিনি। মাসসেরা নারী ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের তুবা হাসান।
মেয়ের আজব নাম রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া, নেট দুনিয়ায় নিন্দার ঝড়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।