Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি ড্রোন (কোয়াডকপ্টার) ভূপাতিত করার দাবি করেছে ভারত। কাশ্মীর অঞ্চলে এই ড্রোনটি গুলি করে ধ্বংস করা হয়। ইয়েনি শাফাক নামের তুর্কি গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়।
এর আগে রোববার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে ভারতীয় ড্রোনটি ভূপাতিত করার কথা জানায় পাকিস্তান।পাকিস্তানি সেনাবাহিনী হট স্প্রিং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করে।
তারা এসময় জানায়, কোয়াডকপ্টারটি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার ৮৫০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এ বছরে এটি নিয়ে ভারতীয় নবম কোয়াডকপ্টার ভূপাতিত করা হল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।