আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকারের নাগরিত্ব সংশোধনী আইনকে সমর্থন জানিয়ে উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড আশ্বাসের সুরে বলছে ভারতীয় মুসলিমদের এই আইনের জন্য ভ’য় পাওয়ার কিছু নেই।
উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি জানিয়েছেন, ‘এনআরসি নিয়ে হিন্দুস্তানি মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই। দেশের এনআরসি লাগু করার প্রয়োজন আছে। এই আইন প্রণয়নের মূল কারণ অনুপ্রবেশকারিদের খুঁজে বের করা যারা আসলেই দেশের জন্য হুমকির মত।’
দেশে এনআরসির প্রয়োজন আছে, এই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অনুপ্রবেশকারিরা তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির ভোট ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। কংগ্রেস বাংলাদেশের, পাকিস্তানের এবং আফগানিস্তানের অনুপ্রবেশকারিদের পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে। এনআরসি এলেই আসল চেহারা সামনে আসবে’।
দেশে বিতর্কিত নাগরিকত্ব সংশো’ধনী আইনের বিরো’ধিতায় সরব হয়েছে দেশের একাংশ। তার মাঝেই এই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি।
রিজভির স্পষ্ট বক্তব্য, হিন্দুরা ধর্মীয় কারণে উত্পীড়িত হয়ে হিন্দুরা এই দেশে এলেও মুসলিমরা তাদের ব্যক্তিগত লাভের জন্য ভারতের ক্ষ’তি করার জন্য এসেছে। শুধুমাত্র ভারতীয় মুসলিমরাই প্রকৃত হিন্দুস্তানি। বাকিরা অনুপ্রবেশকারি, তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত্।’ সূত্র : এএনআই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

