Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি খনি থেকে ১১ ক্যারেটের একটি হীরার খণ্ড পাওয়া গেছে। যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
মধ্যপ্রদেশে পান্না জেলার খনি থেকে থেকে উদ্ধার করা হয় এই হীরার খণ্ডটি।
পান্নার হীরা কার্যালয়ের লোকাল ডায়মন্ড অফিসার আর কে পাণ্ডে জানিয়েছেন রানিপুরের একটি খনির লিজ নিয়েছেন আনন্দীলাল খুশাওয়া নামে ৩৫ বছরের এক ব্যক্তি। তিনিই হীরা কার্যালয়ে ১০.৬৯ ক্যারাটের ওই হীরক খণ্ডটি জমা করেছেন।
নিয়ম অনুযায়ী হীরাটিকে এখন নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্য অর্থ সরকারি রয়্যালটি এবং ট্যাক্স কেটে যার লিজ নেওয়া খনি থেকে পাওয়া গেছে তাকে দিয়ে দেয়া হবে।
হীরাটির প্রকৃত মূল্যায়ন এখনও করা না হলেও এর গুণগত মান দেখে অন্তত ৫০ লাখ দাম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।