Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ফের বাড়ল লকডাউন। দ্বিতীয় দফার লকডাউন শেষে তৃতীয় দফার লকডাউন শুরু হতে চলেছে। ৪ মে থেকে সেই লকডাউন শুরু হবে। করোনা ভাইরাসের প্রকোপ না কমায় দফায় দফায় মন্ত্রিদের নিয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
সবশেষ গত ১৪ এপ্রিল লকডাউনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেয় ভারত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই পরিস্থিতি বিবেচনায় এলো নতুন সিদ্ধান্ত। ভারতে শুক্রবার পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৫ জন, মৃত্যু হয়েছে ১১৫২ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।