আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় গ্রেপ্তার হওয়া বৃদ্ধটি ছিলেন ক্যান্সারের রোগী। তিনি সাবেক সরকারি কর্মকর্তাও বটে। তার সাথে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
সাবেক আমলা ও সমাজকর্মী এসআর দারাপুরির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্গা। ১৯ ডিসেম্বর লখনউয়ে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তিনি। ৭৬ বছর বয়সী ক্যান্সারের রোগীকে দাঙ্গার অভিযোগে গ্রেফতার করা হয়। শনিবার তার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে প্রিয়াঙ্কাকে বাধা দেয় পুলিশ। এসময় প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে।
এদিকে কেরালায় নাগরিকত্ব আইন সমর্থন করায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান। অনুষ্ঠান থেকে ফিরে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন হেমন্ত সোরেন। এতে ঝাড়খন্ড পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অরবিন্দ কেজরিবাল-সহ বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।