আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর একটি মিগ-২৯কে যুদ্ধবিমান আজ বুধবার দেশটির গোয়া উপকূলে বিধ্বস্ত হয়েছে। কারিগরি ত্রুটির কারণে নিয়মিত যাত্রার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন এবং দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে।
ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। বিমানটি ঘাঁটিতে ফেরার সময় বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
মিগ-২৯কে বিমানটি রাশিয়ায় নির্মিত। জরুরি অবস্থায় এ বিমানে থাকা বিশেষ হ্যান্ডেলগুলো টেনে পেছনে থাকা পাইলট আগে বেরিয়ে আসতে পারেন এবং তারপর সামনের পাইলট বেরিয়ে আসেন।
২০১৯ সাল থেকে ভারতে মিগ-২৯কে বিমানের চতুর্থ দুর্ঘটনা এটি। এর আগে ২০২০ সালের নভেম্বরে একটি মিগ-২৯কে বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গিয়েছিলেন এবং অন্যজনকে ঘটনার পরপরই উদ্ধার করা হয়েছিল। দুর্ঘটনার পর মারা যাওয়া পাইলটের মৃতদেহ উদ্ধার করতে ১১ দিন সময় লেগেছিল । একই বছরের ফেব্রুয়ারিতে পাখির আঘাতে আরেকটি মিগ-২৯কে বিমান বিধ্বস্ত হয়। তবে সে ঘটনায় দুজন পাইলটই বেঁচে গিয়েছিলেন।
এ ছাড়া ২০১৯ সালের নভেম্বরে একটি মিগ-২৯কে প্রশিক্ষণ বিমান গোয়ার বাইরে একটি গ্রামে বিধ্বস্ত হলে দুজন পাইলটই নিরাপদে বেরিয়ে এসেছিলেন।
পৃথিবীতে ফিরতে ‘প্রেমিকার’ ৩০ লাখ টাকা হাতিয়ে নিলেন ভুয়া মহাকাশচারী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।