আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনদিন মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের। বিভিন্ন দেশে দেড় লক্ষ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজন রোগী শনাক্ত হয়েছে।
এদিকে, এই ভাইরাসে ভারতে ইতিমধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বিজেপি নেতা বলছেন ভারতে ৩৩ কোটি দেবতা আছে করোনা কিছুই করতে পারবে না।
কিছুদিন আগে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘মায়ের প্রসাদ খেলে করোনা হবে না। মায়ের আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে বলেই আমরা সুরক্ষিত।‘ দিলীপের তত্ত্ব ঘিরে শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলে।
একুশ শতাব্দীতে দাঁড়িয়ে বিজেপি নেতার এমন কথায় অসন্তু’ষ্ট হয়েছিলেন অনেকে। এবার সেই পথে হেঁটে বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয় বললেন, ‘ভারত ৩৩ কোটি দেব-দেবীর দেশ, করোনা কারো কিছু করতে পারবে না ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।