আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে যাওয়া হর্ষ বর্ধন শ্রিংলা।
নরেন্দ্র মোদির সরকার সোমবার তাকে এ পদে নিয়োগ দেয় বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
চলতি বছরের শুরুতে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব শেষে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে যান শ্রিংলা, এখন সেখানেই রয়েছেন তিনি।
ভারত সরকারের এক আদেশে বলা হয়েছে, আগামী ২৮ জানুয়ারি অবসরে যাচ্ছেন বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। এরপরই দায়িত্ব গ্রহণ করবেন ৩৩তম পররাষ্ট্র সচিব শ্রিংলা।
১৯৮৪ ব্যাচের ভারতের ফরেন সার্ভিসের কর্মকর্তা শ্রিংলা বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, ভিয়েতনাম, ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকায় কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


