স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের ‘সুপারম্যান’ টাইপ পারফরম্যান্সে আফগানিস্তানকে উড়িয়ে দিলেও বাংলাদেশ সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। ওই ম্যাচেই ব্যাটিংয়ের সময় যে চোট পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। ভারতীয়দের বিপক্ষে ফর্মে থাকা মাহমুদুল্লাহকে পাওয়া যাবে কিনা সেই শঙ্কাও অনেকের মনে।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় পায়ে চোট পান মাহমুদুল্লাহ। মাঠে একাধিকবার ফিজিওর শুশ্রুষা নিতে দেখা গেছে তাকে। পরে ২৭ রানের কার্যকরী এক ইনিংস খেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন। বাংলাদেশের বোলিং ইনিংসে ফিল্ডিং করেননি মাহমুদুল্লাহ।
সেই কারণেই প্রশ্নটা জাগছে, তবে কী মাহমুদুল্লাহর ইনজুরি গুরুতর? কালই মাহমুদুল্লাহর কাফ মাসলে স্ক্যান করা হয়েছে। রিপোর্ট এখনো জানা যায়নি। তবে টিম ম্যানজমেন্ট ও ফিজিও ধারণা করছে অভিজ্ঞ অলরাউন্ডারের ইনজুরি বড় নয়।
মনে করা হচ্ছে, রিয়াদের ইনজুরি গ্রেড ওয়ান টিআর। এমন ইনজুরিতে সাধারণত সপ্তাহ খানেক বিশ্রাম নিলে পুরো সেরে উঠা যায়। বাংলাদেশ-ভারতের ম্যাচ আগামী ২ জুলাই। অর্থাৎ সপ্তাহ খানেকের মতো বাকি আছে। সে হিসেবে টিম ম্যানেজমেন্টের ধারণা ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহ খেলা নিয়ে কোনো সমস্যা হবে না। তবে বিষয়টি সম্পর্কে চূড়ান্ত ধারণা পেতে স্ক্যান রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।