জুমবাংলা ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ড বাংলাদেশিদের দেশটিতে ভ্রমণে কিংবা ভিসা পাওয়ার ক্ষেত্রে আরও বাড়তি সতর্কতা যোগ করতে পারে জানিয়ে প্রতিবেদন করেছে দেশ রুপান্তর।
প্রতিবেদনে বলা হচ্ছে, এ ঘটনায় কূটনৈতিক পাসপোর্টধারী বা লাল পাসপোর্টধারী ও ভিআইপিদের ক্ষেত্রে ভারতীয় ইন্টেলিজেন্স নজরদারি বাড়াবে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষক ও আইন বিশ্লেষকরা।
আনারের এই ঘটনার পর এখন দেশের কোনো এমপি ভারতে প্রবেশের পর কোথায় যান, কোথায় থাকেন এ বিষয়গুলো নজরদারির মধ্যে পড়বে।
তবে এতে বাংলাদেশের সাধারণ নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে খুব জটিলতার আশঙ্কা নেই বলেও তারা মনে করেন।
কেননা বাংলাদেশের নাগরিকদের ভারত যাওয়ার সঙ্গে তাদের অর্থনীতিও যুক্ত। তাই বাংলাদেশিদের হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই।
বরং ভিসাপ্রক্রিয়া সহজ করতে ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলায় কয়েক মাস ধরে চিকিৎসা ভিসা দ্রুত পাওয়া যাচ্ছে। ভ্রমণ ভিসা পাওয়াও আগের তুলনায় সহজ হয়েছে।
সম্প্রতি বাংলাদেশিদের জন্য পোর্ট এন্ট্রি ভিসা চালু নিয়েও দুই দেশের প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।