জুমবাংলা ডেস্ক : ডাকসু কার্যালয়ে ভিপি নুরের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও আমি নিজে তদন্ত করছি। এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত রয়েছেন বলে প্রমাণিত হলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সোমবার একটি বেসরকারি টেলিভিশনে ভিপি নুরের ওপর হামলা ঘটনা বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন লেখক ভট্টাচার্য।
এ সময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করেন, কারণ ছাড়াই ছাত্রলীগকে এই ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে। এখানে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের অংশগ্রহণ নেই।
তবে কারা এর সঙ্গে জড়িত প্রশ্নে তিনি বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের কিছু অতি উৎসাহী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা তদন্ত করছি। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর দুপুর পৌনে ১টার দিকে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে কক্ষের বাতি নিভিয়ে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিপি নুরসহ অন্তত ৩২ জন আহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।