Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ভিসির পরিকল্পনাতেই শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা
ক্যাম্পাস জাতীয় স্লাইডার

ভিসির পরিকল্পনাতেই শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা

জুমবাংলা নিউজ ডেস্কSeptember 23, 2019Updated:September 23, 20193 Mins Read
Advertisement

ভিসিজুমবাংলা ডেস্ক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পরিকল্পনায়ই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। খবর ডয়চে ভেলের।

হল না ছেড়ে উপাচার্যের পদত্যাগের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে শনিবার(২১ সেপ্টেম্বর) দপুরে হামলার ঘটনা ঘটে। ভিসি ড.খোন্দকার নাসিরউদ্দিনের লেলিয়ে দেয়া বহিরাগতদের এই হামলায় আন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। তিনজন সাংবাদিকও আহত হয়েছেন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে।

এই হামলার ঘটনার প্রতিবাদে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. হুমায়ুন কবির। তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘শনিবার সকাল ৯টায় ভিসি শিক্ষকদের নিয়ে বৈঠক করেন । সেখানে বিশ্ববিদ্যালয় ছুটি ও হল বন্ধ করে দেয়ার কথা বলেন। হলের বিদ্যুৎ,পনিসহ সব সুবিধা বন্ধের কথা বলেন তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোনো মূল্যে আন্দোলন থেকে সরিয়ে দিতে হবে। হল খালি করতে হবে। প্রয়োজনে ওদের বহিরাগতদের দিয়ে মেরে তাড়িয়ে দিতে হবে। তিনি সিদ্ধান্ত দেন পাশের সোনাপুর গ্রাম থেকে বহিরাগত এনে ছাত্রদের পিটিয়ে প্রবেশ থামানো হবে। আর ভিতরে যারা আছে আদের বহিরাগত দিয়ে হামলা করে বের করে দেয়া হবে।”

এরপর দুপুরের দিকে এই হামলা হয় এবং বহিরাগতরা হামলা চালায়। হুমায়ুন কবির বলেন, ‘‘বহিরাগতরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথে শিক্ষার্থীদের ওপর হামলা করে পাশের ঝিলে ফেলে দেয়া হয়। মিটিং-এর সিদ্ধান্তের সময় আমি প্রতিবাদ করতে পারিনি। কিন্তু হামলার পর বিবেকের তাড়নায় আমি পদত্যাগ করি।’‘

২১ সেপ্টেম্বর সকালেই বিশ্ববিদ্যালয়ে পূজার আগাম ১৫ দিন ছুটি ঘোষণা করে হলগুলো খালি করার নির্দেশ দেয়া হলেও শিক্ষার্থীরা তা মানেননি। কয়েকটি হলে তালা লাগিয়ে দেয়া হলেও তা ভেঙে শিক্ষার্থীরা হলে অবস্থান ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন । শিক্ষকদের একাংশও এই আন্দোলনে সংহতি জানিয়ে তাদের সঙ্গে অবস্থান নিয়েছেন।

আন্দোলনরত ছাত্রদের একজন রিয়াজুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ‘‘এই ভিসির লেলিয়ে দেয়া বাহিনী আমাদের ওপর হামলা করেছে। ভিসি ও তার দালালরা আগেই হামলার পরিকল্পনা করে। সে পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।‘’ তিনি বলেন, ‘‘তিনি শুধু কথায় কথায় বহিস্কারই করেন না নানা দুর্নীতির সঙ্গেও যুক্ত।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ বসিরউদ্দিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটা ন্যাক্কারজনক। আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তারাই বের করবে কারা হামলা করেছে।‘’ তবে তিনি দাবী করেন, ‘‘ভিসি হামলার কোনো পরিকল্পনা বা নির্দেশ দেননি।’‘

ভিসিকে বার বার টেলিফোন করে পাওয়া যায়নি। তবে হামলার ২৪ ঘন্টা পর এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশের পর বিশ্ববিদ্যালয়মুখী আসা শিক্ষার্থীদের উপর দুই কিলোমিটার দূরে রাস্তায় হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’‘

এর আগে, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ কী?’, একজন নারী শিক্ষার্থীর এমন ফেসবুক পোস্টের জবাবে ভিসি টেলিফোনে ওই শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালাগাল করেন।  তাকে সাময়িক বহিস্কারও করেছেন। এর আগেও ২৭ জন শিক্ষার্থীকে বহিস্কারের নোটিশ দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ১৭ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন, যা ভিসির পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে ভিসি ১৮ সেপ্টেম্বর রাতে ওই নারী শিক্ষার্থীর বহিস্কারাদেশ প্রত্যাহার করেন। ফেসবুকে লেখালেখির জন্য কারো বিরুদ্ধে আর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না বলেও জানানো হয়৷ কিন্তু শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবী অনড় থাকেন।

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১১ সালে। এখানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছেন।  শিক্ষক রয়েছেন প্রায় ৩০০। বর্তমান ভিসি দায়িত্ব পান ২০১৫ সালে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় উপর ক্যাম্পাস পরিকল্পনাতেই বহিরাগতদের ভিসির শিক্ষার্থীদের স্লাইডার হামলা
Related Posts
Mirza

মির্জা ফখরুলকে বুকে জড়িয়ে ধরলেন তারেক রহমান

December 25, 2025
বড়দিনের প্রতিজ্ঞা

শান্তি আসুক ঘরে ঘরে, এই হোক বড়দিনের প্রতিজ্ঞা

December 25, 2025
তারেক রহমান মির্জা ফখরুল

দেশে ফিরে মির্জা ফখরুলের সঙ্গে প্রথম কোলাকুলি করলেন তারেক রহমান

December 25, 2025
Latest News
Mirza

মির্জা ফখরুলকে বুকে জড়িয়ে ধরলেন তারেক রহমান

বড়দিনের প্রতিজ্ঞা

শান্তি আসুক ঘরে ঘরে, এই হোক বড়দিনের প্রতিজ্ঞা

তারেক রহমান মির্জা ফখরুল

দেশে ফিরে মির্জা ফখরুলের সঙ্গে প্রথম কোলাকুলি করলেন তারেক রহমান

৩০০ ফিট সড়ক

সব পথ যেন মিশেছে ৩০০ ফিট সড়কে

স্বাগত জানাতে

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

ঘোষণা যেকোনো সময়

জামায়াতের সঙ্গে এনসিপির জোট, ঘোষণা যেকোনো সময়

জনস্রোত

তারেক রহমানকে স্বাগত জানাতে পথে পথে জনস্রোত

রেকর্ড ভাঙলেন

মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

৩০০ ফিটে অপেক্ষায় লাখো মানুষ, সংবর্ধনাস্থল জনসমুদ্র

অপেক্ষায় লাখো মানুষ

তারেক রহমানের অনুরোধ রেখেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.