জুমবাংলা ডেস্ক : ভুল চিকিৎসায় তাহসিন হোসেইন নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীমসহ সাতজনের বিরুদ্ধে হ ত্যা মামলা হয়েছে।
সোমবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন ওই কিশোরের বাবা মনির হোসেন।
মামলার অন্য আসামিরা হলেন- ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের সার্জন ডা. মো. সাইফুল্লাহ, সহকারী সার্জন ডা. মাকসুদ, ডা. সাব্বির আহমেদ, ডা. মোশাররফ, ডা. কনক ও হাসপাতালের ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহজাহান।
বাদী পক্ষের আইনজীবী তানভীর আহমেদ সজীব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার (২৩ জুন) তাহসিন হোসাইনকে মৃত ঘোষণা করে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ। পেটব্যথা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তার অপারেশন করা হয়। কিন্তু তার অবস্থার উন্নতি হয়নি।
মৃতের মা তাজমিন ভূঁইয়া বলেন, আমার ছেলের পেটব্যথা ছিল। সে হাঁটাচলা সবকিছুই করতে পারত। কিন্তু ল্যাবএইডের চিকিৎসকের পরামর্শে তার অপারেশন করা হয়। অপারেশনের পর আমার ছেলের পেটের সেলাই করা স্থান ফাঁকা হয়ে ময়লা বের হতো। ফলে তার প্রচণ্ড ব্যথা অনুভব হতো। এই তিন মাস আমার ছেলে খেতেও পারেনি। সে শুয়ে শুয়ে বিভিন্ন রান্নার ছবি দেখত। আর চিন্তা করত, সুস্থ্য হয়ে সে ইচ্ছামত খাবে। কিন্তু ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।