জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ছোট একটি ইউনিয়নের ভোটের অভিজ্ঞতা থেকেই স্পষ্ট, সারাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাও গ্রামে অনুষ্ঠিত ‘উঠানে রাজনীতি’ শীর্ষক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “ছোট্ট একটি ইউনিয়নে সমপরিমাণ ৩০ হাজার ভোট হয়েছে, এতেই সারাদেশের ঘাম ছুটে গেছে। একটি ইউনিয়ন নির্বাচনে সরকার আমাদের এ ভয়াল পরিস্থিতি থেকে মুক্ত করতে পারেনি। সারাদেশে ৪ হাজার ৫০০ ইউনিয়নে কীভাবে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করবে?”
তিনি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, “আপনার উপদেষ্টারা অনেকেই অনিয়ম-দুর্নীতিতে জড়িত। আমরা চাই না যে জুলাই ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের ওপর ভিত্তি করে নির্বাচনের খেলা চালানো হবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। নির্বাচনের আগে ভাঙা ঘর ঠিক করতে হবে, দরজা-জানালা ঠিক রাখতে হবে। শুধু দারোয়ান পরিবর্তন করেই হবে না। নতুন সংবিধান প্রয়োজন।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “ভোটের আগে নেতারা টাকা দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ রাখে। এবার আমরা তা হতে দেব না। যে নির্বাচনে আমরা অংশ নেব, তার জন্য লিখিত শর্ত থাকা জরুরি। এগুলোই রাষ্ট্র সংস্কার। অনিয়ম-দুর্নীতি ভুক্তভোগী হয় সাধারণ মানুষ, এমপি বা মন্ত্রীরা নয়। জনগণের ভাগ্য পরিবর্তন ছাড়া নির্বাচনের উদ্দেশ্য পূর্ণ হয় না।”
নেতা এই বক্তব্যে নির্বাচনের স্বচ্ছতা ও আইনগত ভিত্তির ওপর গুরুত্ব আরোপ করেছেন, যাতে ভবিষ্যতের প্রজন্মও সুষ্ঠু নির্বাচন মূল্যায়ন করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।