নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: রাত প্রায় ভোর স্থানীয় মাইকে সেহেরী খাওয়ার জন্য ডাকাডাকি করছে। যাদের মাথা গোজার জন্য বাড়ী নাই, ঘর নাই। রাস্তায় দিন পার করেন তারা সেহেরী খাওয়ার জন্য মুখ ধূয়ে নিচ্ছেন। এমন সময় রান্না করা খাবার (সেহেরী) নিয়ে হাজির কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এমআই লিকন।
এ সময় তার সাথে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লাসহ একই ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সোমবার ছিল গাজীপুরের সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এমআই লিকনের জন্মদিন। এ উপলক্ষে তিনি স্থানীয় অর্ধশতাধীক ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার (সেহেরী) বিতরণ করেছেন।আর রান্না করা ওই খাবারের মধ্যে ছিল করলা বাজি, মাংস, সালাদ, পানির বোতল।
এ প্রসঙ্গে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা বলেন, প্রতি বছরই বন্ধুর জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হয়।কিন্তু এবার দেশের করোনা পরিস্থিতির কারণে বন্ধুর আপত্তিতে তা আর করা হয়নি। পরে তার জন্মদিন উপলক্ষে স্থানীয় ছিন্নমূল মানুষের জন্য খাবারের ব্যবস্থা করি।
এমআই লিকন বলেন, সরকারের পক্ষ থেকে প্রথম দফার এক সপ্তাহ লকডাউন শেষে দ্বিতীয় দফা আট দিনের লকডাউন চলছে। সামনে আরো লকডাউন আছে। এ অবস্থায় স্থানীয় দিন আগে দিন খায় কর্মহীন ছিন্নমূল মানুষগুলো খুবই অসুবিধায় আছেন। তাই এবার দেশের এই পরিস্থিতির কারণে ইচ্ছে করেই জন্মদিন পালন করিনি। তবে যেহেতু প্রতি বছরই জন্মদিন পালন করা হয়, তাই বন্ধুদের মনে কষ্ট না দিয়ে অন্যভাবে দিনটি পালন করার চেষ্টা করলাম। এতে বন্ধুরা খুশি, সেই সাথে একবেলা খাবারের বিনিময়ে কিছু ছিন্নমূল মানুষের মুখে হাসি দেখলাম।আসলে দেশের এই পরিস্থিতিতে আমার জন্মদিনের ছিন্নমূলদের হাসির চেয়ে বড় উপহার হতে পারেনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।