Advertisement
জুমবাংলা ডেস্ক: ভোলা জেলায় আজ মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জেলেদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার সদুর চর এলাকায় কোষ্টগার্ড’র বিসিজি কার্যালয়ে ৫০ জন জেলের মাঝে এসব সামগ্রী তুলে দেন কোষ্টগার্ড’র মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের আয়োজনে এসময় প্রত্যেক জেলের হাতে একটি করে লাইফ জ্যাকেট, রেডিও, রেইন কোট, টর্চ লাইট ও লাইফবয় বিতরণ করা হয়। অনুষ্ঠানে কোষ্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডর ক্যাপ্টেন এম মঞ্জুরুউল করিম চৌধুরীসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কোষ্টগার্ড মহাপরিচালক বিসিজি বেইজ স্টেশন পরিদর্শন করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।