ভোলায় ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে: আমু

MP AMUজুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, ভোলার ঘটনায় ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নতুন কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমু বলেন, ভোলায় একটি বিশেষ মহল অশান্ত পরিবেশ সৃষ্টি করে ফায়দা হাসিলের অপচেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও তড়িৎ পদক্ষেপের কারণে তা বানচাল হয়ে যায়।

তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সচেতন মহলকে দাঁড়াতে হবে। বর্তমানে দেশে মানুষ ভাল আছে এবং শান্তিতে বসবাস করতে পারছে।

তিনি বলেন, বাংলাদেশ দেশ হিসেবে ছোট হলেও জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী চিন্তা-চেতনার কারণে আজ বাংলাদেশ বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক দেশ এর জন্য ঈর্ষান্বিত। স্বাধীনতাবিরোধী চক্র তা মেনে নিতে পারছে না। ফলে বাংলাদেশ নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও চেম্বারের সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম তালুকদার। এছাড়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *