জুমবাংলা ডেস্ক : কারিতাস ইন্টারন্যাশনালিজ এর সেক্রেটারী জেনারেল Alistair Dutton গতকাল মট্স ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মট্স বোর্ড অব ট্রাস্ট এর চেয়ারপার্সন ও কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও এবং কারিতাস বাংলাদেশের কর্মসূচী পরিচালক দায়ূদ জীবন দাস।
মট্স পরিচালক জেমস্ গোমেজ কারিতাস ইন্টারন্যাশনালিজ এর সেক্রেটারী জেনারেলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মট্স শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
মট্স পরিবারের পক্ষ থেকে ভালবাসা, সম্মান ও কৃতজ্ঞতাস্বরূপ আগত সম্মানিত অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন মট্স পরিচালক।
মট্স এর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম, লং টার্ম মেকানিক্যাল কোর্স (এলটিএমসি) এবং মডুলার প্রশিক্ষণার্থী ও কর্মীগণ অতিথিদের করতালির মাধ্যমে স্বাগত জানান।
কারিতাস ইন্টারন্যাশনালিজ এর সেক্রেটারী জেনারেল এবং অন্যান্য অতিথিদের মট্স এর সকল প্রশিক্ষণ কার্যক্রম এবং উৎপাদন বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন মট্স ব্যবস্থাপনা পর্ষদের সদস্যগণ এর সহায়তায়।
সম্মানিত অতিথি মট্স এর সকল কার্যক্রম পরিদর্শন করে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। কারিতাস ও মট্স এর ভালবাসাপূর্ণ সেবা আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং মট্স এর পথযাত্রা আরও দীর্ঘ হবে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।
সেক্রেটারী জেনারেল নিজেও একজন প্রকৌশলী হওয়াতে অত্যন্ত আগ্রহ ভরে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি অতিশয় আনন্দ প্রকাশ করেন যখন জানতে পারেন যে, প্রতি বছর একটি উল্লেখযোগ্য সংখ্যক যুব মট্স হতে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতার পরিচয় দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন এবং বৈদেশিক মুদ্রা প্রেরণের ক্ষেত্রে বিরাট অবদান রেখে চলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।