চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটক করার পর উত্তেজিত চালকদের হাতে এক পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন। এ সময় চালকরা জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকার বিমানবন্দর সড়কে।
আহত কনস্টেবল নজরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন।
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন,“ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা একজন ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।”
পুলিশ জানায়, দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন এক সার্জেন্ট ও কনস্টেবল নজরুল ইসলাম। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে জব্দ করেন। এরপর অটোরিকশাটি সেখান থেকে নিয়ে যাচ্ছিলেন নজরুল।
এ সময় প্রায় ৫০-৬০ জন চালক সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে, গাড়ি ভাঙচুর করে এবং তাকে মারধর করে। পরে তারা জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।