মোঃ নুরুজ্জামান, মানিকগঞ্জ : মানিকগঞ্জের মমতাজ চক্ষু হাসপাতালের চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), থার্মাল মেশিন ও মাস্ক দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।
তার পক্ষে মানিকগঞ্জের পৌর কাউন্সিলর সুভাষ সরকার মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব সামগ্রী মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের কাছে হস্তান্তর করেন।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
কাউন্সিলর সুভাষ সরকার বলেন, ‘মানিকগঞ্জে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যদের সুরক্ষায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর হোসেন এসব পিপিই দিয়েছেন। এর আগেও তিনি জেলা হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে করোনা মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এসব সুরক্ষা সামগ্রী দেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।