জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় মসজিদে দান করা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সাংবাদিকসহ ২ জন পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তালফাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, তালফাবাড়িয়া এলাকার এস এম মোস্তাফিজুর রহমান (৩৪) এবং তার বাবা এস এম সাইদুর রহমান (৬২)।
মোস্তাফিজুর রহমান অনলাইন সংবাদপত্র রাইজিংবিডির ইংরেজি বিভাগের ডেক্স ইনচার্জ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে আহত এস এম মোস্তাফিজুর রহমান বলেন, “বেশ কয়েকবছর ধরে আমার চাচা নূর হোসেন হাওলাদারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পত্তির কিছু গাছ ও জমি নিয়ে বিরোধ ছিল। আমাদের এলাকার একটি মসজিদ সংস্কারের জন্য প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন। এজন্য সকলের সম্মতিতে সেই গাছগুলো বিক্রি করার ১ লক্ষ ৬০ হাজার টাকা মসজিদে দান করা হয়। এরপর হঠাৎ করেই আমার চাচা সেই টাকা থেকে তার নিজের ভাগের অংশ চেয়ে বসেন। এ নিয়ে আমার বাবার সঙ্গে বুধবার সন্ধ্যায় তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আমার চাচা নূর হোসন হাওলাদার, চাচাত ভাই মো. সাইফুল ইসলাম রাব্বি ও মো. সাব্বির হোসেনসহ প্রতিবেশী সুলতান আলী খান তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর হামলা করে। পরে আমাদের পিটিয়ে আহত অবস্থায় ঘরে আটকে রেখে লুটপাট চালায়। পুলিশ এসে আমাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”
তিনি বলেন, “এ নিয়ে তারা আমাদের ওপর দুই বছরে ৫ বার হামলা চালিয়ে হত্যা চেষ্টা করেছে।”
এ বিষয়ে অভিযুক্ত নূর হোসন হাওলাদার বলেন, “এমন কিছুই ঘটেনি। আমার সাথে আমার ভাইয়ের কোনও বিরোধ নাই।”
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, হামলার ঘটনায় আহত এস এম সাইদুর রহমান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।