মস্কোর কনসার্টে কেন হা ম লা চালালো আইএস?

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে এই হামলাটিকে গত ২০ বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় হা ম লা বলেই মনে করা হচ্ছে। যে হামলায় এখন পর্যন্ত ১৩৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলার পর দায় স্বীকার করেছে জঙ্গি-গোষ্ঠী ইসলামিক স্টেট, আইসিস বা আইএস-কে।

কেন আইএস হঠাৎ করে রাশিয়ার একটি কনসার্ট হলে হা ম লা চালালো? এ নিয়ে বিবিসি বাংলার করা প্রতিবেদন বলছে, ইসলামিক স্টেট বা আইএস বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করছে আস্তে আস্তে। এই গোষ্ঠীটির বিভিন্ন শাখা রয়েছে যাদের বিভিন্ন নামে পরিচিতি রয়েছে।

রাশিয়ার মস্কোর ক্রোকাস সিটি হলে হা ম লার পরপরই এর দায় স্বীকার করে আইএস। তবে এই হামলায় আইএসের কোন গোষ্ঠীটি জড়িত সেটি তারা নিশ্চিত করেনি।

বিশ্বের কোথাও বড় কোন সন্ত্রাসী হা ম লার পরপরই এর দায় স্বীকার করে নেওয়া আইএসের অভ্যাসে পরিণত হয়েছে। আর এর সবই ঘটে থাকে আমাক নিউজ এজেন্সি নামে একটি সংবাদ সংস্থার তথ্য থেকে।

কারণ আইএসের দায় স্বীকার এবং সব ধরনের হু ম কির বিষয়গুলো প্রকাশ করে থাকে আমাক নিউজ এজেন্সি।

রাশিয়ায় কনসার্ট হলে হামলার পরও এর ব্যতিক্রম হয়নি। শুক্রবার রাতেই হা ম লার ঘটনায় এই আমাক এর মাধ্যমে দায় স্বীকার করে আইএস। তবে তাদের কোন শাখা হামলা চালিয়েছে সে সম্পর্কে কোন তথ্য প্রকাশ করে নি।

তবে, হামলার দায় স্বীকার করার পর ইসলামিক স্টেট-খোরাসান বা আইএস-কে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সেখানে গোষ্ঠীটির উত্থান ও মস্কোয় হামলার কারণ বিশ্লেষণ করা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানী মস্কোয় কনসার্ট হলে ভয়াবহ হামলা চালায় আইএস। এই হামলার পরই প্রশ্ন উঠেছে আইএস কেন রাশিয়াকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করলো।

এ নিয়ে নানা রকম মন্তব্য পাওয়া যাচ্ছে বিশ্লেষকদের কাছ থেকে। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে এই জঙ্গি গোষ্ঠীটি তাদের সহিংস কর্মকাণ্ড নাটকীয়ভাবে বাড়িয়েছে। যার একটি এই রাশিয়া।

বিশেষজ্ঞদের কেউ কেউ মন্তব্য করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে গোষ্ঠীটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করে আসছিল। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোফান সেন্টারের কলিন ক্লার্ক বলেন, “দুই বছর ধরেই রাশিয়াকে টার্গেট করেছিলো আইএস কে। এই সংগঠনটি তাদের প্রচার প্রচারণায় বিভিন্ন সময় টার্গেট করে রাশিয়ার সমালোচনা করতে শুরু করেছিলো।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মুসলিম বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ বিভিন্ন কারণে আইএসের টার্গেটে পরিণত হয়েছে রাশিয়া।

ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান উইলসন সেন্টারের গবেষক মাইকেল কুগেলম্যান রয়টার্সকে জানিয়েছে, “রাশিয়াকে নিয়মিতভাবে মুসলিমবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা দেশ হিসেবে দেখে থাকে আইএস’।

যে কারণে দেশটি এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে মনে করছেন কুগেলম্যান।

কেন রাশিয়ায় হামলা চালাল আইএস