স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপে কাতারের লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শনিবার সেমিফাইনাল নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা।
চলতি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ম্যাচটিতে ১৬টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখিয়েছেন রেফারি। অধিনায়ক লিওনেল মেসি ও ম্যানেজার লিওনেল স্কালোনিসহ আর্জেন্টিনা শিবিরের ৯ সদস্যকে প্রতিযোগিতায় হলুদ কার্ড দেখানো হয়।
ওই দিন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়দের হলুদ কার্ড দেখানো হয়েছে, তাদের মধ্যে দুজন আগেই টুর্নামেন্টে একটি করে হলুদ কার্ড পেয়েছেন। তারা হলেন গঞ্জালো মন্টিয়েল এবং মার্কোস অ্যাকুনা। ফলে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারবেন না তারা।
টুর্নামেন্টে প্রথমবার হলুদ কার্ড পাওয়া মেসির অবশ্য সেমিফাইনাল খেলতে সমস্যা নেই।
আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লিড নিয়েছিল যখন মেসির দুর্দান্ত পাসে নাহুয়েল মোলিনা গোল করেন। মেসি পেনাল্টি কিকে দ্বিতীয় গোল করলে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে যায়। কিন্তু ওয়াউট ওয়েঘর্স্টের দুটি গোলে সমতায় ফিরে নেদারল্যান্ড। এরপর ম্যাচের ফল নির্ধারিত হয় টাইব্রেকারে।
কান্নায় ভেঙে পড়া নেইমারের আবেগময় স্ট্যাটাস দেখে যা বললেন পেলে ও কাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।