আন্তর্জাতিক ডেস্ক : ইসলামের মহানবীকে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী বিজেপির একজন মুখপাত্র নূপুর শর্মার সাম্প্রতিক এক বক্তব্য নিয়ে উপসাগরীয় কয়েকটি মুসলিম দেশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। খবর-বিবিসি’র
এর আগে জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে মহানবী হজরত মোহাম্মদ (সা:) কে নিয়ে বিতর্কিত ওই মন্তব্য করেন বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল। তবে এমন বেফাঁস কথাবার্তা বলায় নুপুর শর্মার সদস্য পদ বাতিল করে বিজেপি। কিন্তু এর আগেই দেশে ও দেশের বাইরে শুরু হয়েছে তুলকালাম পরিস্থিতির।
কাতার, ইরান, কুয়েত এবং ইউএইর পর সৌদি আরবও এ নিয়ে কড়া বিবৃতি দিয়ে বলেছে মিজ শর্মার বক্তব্য ইসলাম-বিদ্বেষী। কাতার ভারতীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র দপ্তরে ডেকে পাঠিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে।
কুয়েতের দোকান-বাজারে ভারতীয় পণ্য বয়কট শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।