স্পোর্টস ডেস্ক : নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আজ বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে বাংলাদেশ। আর এ ম্যাচে দারুণ এক অর্জনের সামনে দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডেতে দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে চার হাজার রানের মাইলফলকের খুব কাছে অবস্থান করছেন তিনি।
আর মাত্র ৮০ রান করতে পারলেই এই কীর্তি স্পর্শ করবেন মাহমুদুল্লাহ। এখন পর্যন্ত ওয়ানডেতে ১৮০ ম্যাচের মধ্যে ১৫৫ ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। তিনটি সেঞ্চুরি ও ৩৪টি হাফ-সেঞ্চুরির সুবাদে সংগ্রহ করেছেন ৩ হাজার ৯২০।
চলতি বিশ্বকাপেও ভালো পারফর্ম করছেন মাহমুদুল্লাহ। এখন পর্যন্ত চার ম্যাচে ব্যাট হাতে ৫৪.৩৩ গড়ে করেছেন ১৬৩ রান। যার মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাকিয়েছেন দাপুটে ফিফটি।
এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে চারহাজার রান স্পর্শ করেছেন তিনজন। তারা হলেন- ওপেনার তামিম ইকবাল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। যাদের মধ্যে তামিম ও সাকিব ইতোমধ্যেই ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।