জুমবাংলা ডেস্ক : সিলেট সদর উপজেলার দলইপাড়া গ্রামে প্রেমলতা বাউরি (৬০) নামের এক বৃদ্ধা নারী খুন হয়েছেন। ঘটনার পর থেকে প্রেমলতা বাউরির ছেলে দীপু বাউরি (৩০) পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জেরে দীপু বাউরি তার মাকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
সিলেটের শাহপরান থানার ওসি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, প্রেমলতা বাউরি তার দুই ছেলেকে নিয়ে দলইপাড়ার একটি চা বাগানে বসবাস করতেন। সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ছেলে দীপু বাউরির সঙ্গে মায়ের ঝগড়া হয়। এক পর্যায়ে দীপু বাউরি তার মাকে লোহার পাইপ দিয়ে মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রতিবেশিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে প্রেমলতা বাউরির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরো জানান, ঘটনার পরপরই দীপু বাউরি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। এই ব্যাপারে দীপু বাউরিকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।