জুমবাংলা ডেস্ক : মাকে খালার বাড়িতে রেখে নিজ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৩৩) নামের প্রবাসফেরত যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার নুরপুর নামক স্থানে মোটরসাইকেল-ট্রলির সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।
শফিকুল ইসলাম একই উপজেলার আশরাফপুর গ্রামের সুড়িপাড়ার নুরুর ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী। দুই মাস আগে তিনি ছুটিতে নিজ দেশে এসেছেন।
জানা গেছে, রবিবার বিকেলে শফিকুল ইসলাম তার মাকে পার্শ্ববর্তী পিরোজপুর গ্রামের খালার বাড়িতে রাখতে গিয়েছিলেন। রাত ৮টার দিকে মাকে রেখে বাড়ি ফেরার পথে নুরপুর নামক স্থানে পৌঁছালে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে তিনি একটি গরু বহন করা ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এসময় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।