জুমবাংলা ডেস্ক : মাগুরায় মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় র্যাবের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মা দ ক কারবারিকে ধাওয়া করতে গিয়ে মাগুরা সদরের শাইত্রিশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, র্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপ ভ্যানের চালক। তবে চালকের নাম নিশ্চিত হওয়া যায়নি।
মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজরি রহমান গণমাধ্যমকে জানান, ঝিনাইদহ র্যাব-৬-এর টহল দল একটি পিকআপভ্যানকে চেকপোস্টে সিগন্যাল দেয়।
কিন্তু ফেনসিডিলের চালান নিয়ে আসা ওই পিকআপ ভ্যানের চালক সিগন্যাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকে।
এ সময় র্যাবের ওই টহল দল পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে মাগুরা সদরের শাইত্রিশ বাজার এলাকায় পৌঁছলে দুটি গাড়ির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন র্যাব সদস্য ও পিকআপ ভ্যানের চালক নিহত হন। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর র্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়।
গুরুতর আহতাবস্থায় র্যাবের আরেক সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।