জুমবাংলা ডেস্ক : রাজশাহীর মাছ বিক্রেতা আবদুস সাত্তারের দোকানের তালা ভেঙে তিন মণ ইলিশ নিয়ে গেছে চোরের দল।
গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের পেছনের কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্ত অবদুস সাত্তার।
সাত্তার জানান, তার দোকানে বরফ দিয়ে সাত মণ ইলিশ সংরক্ষণ করা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় তিনি দোকানে তালা দিয়ে চলে যান। বুধবার সকালে এসে দেখেন দোকানের তালা ভাঙা। চুরি হয়েছে তিণ মণ ইলিশ।
জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ইলিশ চুরির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তারা দেখে এসেছে। এ নিয়ে মাছ বিক্রেতা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশও আইনগত ব্যবস্থা নিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।