
জুমবাংলা ডেস্ক : আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে জোসনা (৪০) নামে এক মাতাল নারীর ম’র্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা ট্রেনে নিচে কাটা পড়ে এই নারী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয় থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, ওই নারী মদ খেয়ে মাতাল অবস্থায় ছিলো। এসময় বিরতিহীন সোনার বাংলা ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলো। ট্রেন আসতে দেখে স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের মাঝে দাড়িয়ে ট্রেন থামাতে চায়। এসময় ওই ট্রেনে কা’টা পড়েন ঐ নারী।
ওসি জানান, মৃত ওই নারী আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনির ভাড়াটিয়া বাসিন্দা শামীম মিয়া স্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


