জুমবাংলা ডেস্ক : ফেনীতে মাদকের মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিলেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। এছাড়া তাদের দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদা বেগম (৩৬) ও হাসিনা বেগম (৩৩)। ফরিদা কক্সবাজার সদর উপজেলার ও হাসিনা পেকুয়া উপজেলার বাসিন্দা। আসামিরা পলাতক থাকায় রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে একটি গাড়ি তল্লাশি করে ফরিদা ও হাসিনাকে আটক করে মডেল থানা-পুলিশ। তাদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিলগুলো কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত এলাকা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনায় ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক মেহেদী মাকসুদ একই বছরের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালতের বেঞ্চ সহকারী রাজেন্দ্র কুমার ভৌমিক দুই আসামির সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। জামিনে ছাড়া পাওয়ার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। তারা যেদিন আত্মসমর্পণ করবেন বা গ্রেফতার হবেন, সেদিন থেকেই সাজা কার্যকর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।