স্পোর্টস ডেস্ক : গত বছরের এপ্রিলে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ইউরোপের ১২টি ক্লাব ‘সুপার লিগ’ আয়োজনের ঘোষণা দেয়। পরে চাপের মুখে মাত্র তিন দিনের মধ্যে সরে দাঁড়ায় ৯ ক্লাব। তবে এখনো বিদ্রোহী লিগ চালিয়ে যাওয়ার আশা নিয়ে আঁকড়ে আছে কেবল তিন ক্লাব–রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও য়্যুভেন্তাস। তবে তা ঝুলে আছে আদালতে।
সুপার লিগের প্রথম চেয়ারম্যান ও রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস শুরু থেকেই এই লিগকে সম্মতি জানাচ্ছেন। সবসময়ই তিনি প্রস্তাবিত এই টুর্নামেন্টের পক্ষে কথা বলে এসেছেন।
রিয়াল মাদ্রিদের সঙ্গে উয়েফার তাই সম্পর্ক শীতল হয়ে যাওয়া অস্বাভিক নয়। তবে মঙ্গলবার (১৭ মে) টোয়েন্টিফোরইউয়ার ডটকমের সঙ্গে আলাপচারিতায় উয়েফা প্রধান সেফেরিন এই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। যদিও এ মুহূর্তে ক্লাবের ম্যানেজমেন্টের সঙ্গে আমার যোগাযোগ নেই। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের উপস্থিতিই বলে দেবে যে, উয়েফার প্রতিযোগিতাগুলো কতটা পরিষ্কার।’
এদিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের ছেলেদের দলের সঙ্গে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বার্সেলোনা মেয়েদের দল। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও য়্যুভেন্তাসের বিপক্ষে উয়েফা শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না–এই প্রশ্নের জবাবে সেফেরিন বলেন, আদালতেই এর মীমাংসা হবে।
সেফেরিন বলেন, ‘সময় এলেই এই ব্যাপারগুলো পরিষ্কার করা হবে, তবে অবশ্যই সেটা মাঠে হবে নয়।’
বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগের বিদ্রোহী টুর্নামেন্ট হিসেবে প্রস্তাবিত এই সুপার লিগ মাঠে গড়ানোর পরিকল্পনা এখনো করে যাচ্ছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও য়্যুভেন্তাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।