স্পোর্টস ডেস্ক : মানসিক সমস্যায় ভুগছেন। আর তাই অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নেয় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই খবর জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
এক বিবৃতিতে দলের মনোবিদ মাইকেল লয়েড বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার মুখোমুখি হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল। এই কারণেই ও কিছু সময় কাটাতে চাইছে ক্রিকেট থেকে দূরে। সেই সমস্যাগুলো চিহ্নিত করার ব্যাপারে ও নিজেই সক্রিয় এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে এটা নিয়ে ম্যাক্সওয়েল খাটছেনও।
ক্রিকেটে এমন বিরল ঘটনা শুধু ম্যাক্সওয়েলের সাথেই ঘটেনি। এর আগেও মানসিক সমস্যার ভুক্তভোগী হয়েছে অনেক খেলোয়াড়রাই। এমন অসুস্থতায় জড়িয়ে ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিতে বাধ্য হয়েছিলো তারাও।
আজ এমনই গ্লেন ম্যাক্সওয়েল বাদে আরও ৪ জন খেলোয়াড়ের কথা জানবো। যারা মানসিক অসুস্থতায় ভুগে ক্রিকেট থেকে সাময়িক সময় বা পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানাইছিলো।
১। প্রাক্তন ভারতীয় স্পিনার ও ভাষ্যকার মনিন্দর সিং। সাবেক ভারতীয় ক্রিকেটার মনিন্দর সিং তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াইয়ের কথা বলেছিলেন বিসিসিআই কে।
২। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার শন টেইট। যিনি ২০০৮ সালে ২৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে সাময়িকভাবে ছেড়ে দিয়েছিলেন। তিনি তার বোর্ডকে বলেছিলেন তাঁর একটি পরিষ্কার মন দরকার।
৩। ইংলিশ সাবেক পেসার স্টিভ হার্মিসন। একমাত্র ক্রিকেটার যে আন্তর্জাতিক ক্যারিয়ারের সময় ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগেন এবং ক্রিকেট থেকে মুক্তি নেন।
৪। নারী ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা উইকেটরক্ষক, সারা টেলর। সাবেক এই ইংলিশ উইকেটরক্ষক উদ্বেগজনিত সমস্যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।