Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক হাটে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫ জন কারেন্ট জাল ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক হাটে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫ জন কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।
জানা গেছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় হাটে অবৈধ কারেন্ট জালসহ ৫ জন কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ লক্ষ মিটার (৭৫ কেজি) কারেন্ট জাল জব্দ করে আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, জনস্বার্থে এধরনের কারেন্ট জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।