মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
আটককৃত জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জেসমিন আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের অংশ হিসেবে নিয়মিত অভিযানে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিমদাশড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ওসি মো. কামাল হোসেন বলেন, ‘মানিকগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



