সাইফুল ইসলাম : মানিকগঞ্জ পৌরসভার সেওতা এলাকার শিক্ষানবীশ আইনজীবী আব্দুল মালেকের ওপর হামলাকারী আরিফুল ইসলাম খোকনের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আব্দুল মালেকের পরিবারের সদস্য ও এলাকায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদার টাকা না দেওয়ায় গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় আব্দুল মালেকের পেটে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে আরিফুল ইসলাম খোকন। গুরুতর আহত অবস্থায় আব্দুল মালেক এখন সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুল মালেকের পিতা মো. সাইজুদ্দিন বলেন, খোকন আমার ছেলের কাছে চাঁদা চেয়েছিল। চাঁদার টাকা না দেওয়ায় সে আমার ছেলের পেটে ছুরিকাঘাত করে। আমার ছেলে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি সন্ত্রাসী খোকনের সর্বোচ্চ শাস্তির দাবী জানাই।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা তদন্তাধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।