মানুষের অদ্ভুত স্বভাব । যখন আপনি কাউকে অতিমাত্রায় গুরুত্ব দিবেন, তখন সে উল্টো আপনাকে গুরুত্ব দেয়া কমিয়ে দিবে। আপনি যখন তাকে একটু বেশি কেয়ার করবেন, তখন সে আপনাকে চরম অবহেলা করতে শুরু করবে। যখন আপনি তাকে ভালোবাসতে শুরু করবেন, তখন সে আপনাকে হয়তা বা অনেক দূরে সরিয়ে দিবে। তার চেয়েও অদ্ভূত ব্যাপার কি জানেন ?
আপনি যখন প্রচন্ড হতাশ হয়ে তাকে গুরুত্ব দেয়া কমিয়ে দিবেন, খোজখবর নেয়া বন্ধ করে দিবেন কিংবা তার থেকে দূরে সরে যাবেন সেইদিন সে টের পাবে, সে আসলে মূল্যবান কিছু্ একটা হারিয়ে ফেলেছে এই উপলব্ধিটা যখন আসে তখন অনেক বেশি দেরি হয়ে যায়।
প্রশ্ন জাগে, কেন মানুষ এরকম করে সে যখন কোনরকম কষ্ট ছাড়াই কোনকিছু পেতে থাকে, ‘নিজের ভেতর এতটা কনফিডেন্ট থাকে যে যা-ই করি না কেন, এটা আমি পাবোই’ পুরো বিষয়টা তার কাছে কিছুই মনে হয় না ।
যে ছেলেটা অল্প পড়াশুনা করেই পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তার মাথার ভেতর গেঁথে যায়, “আমার পড়াশুনা ভালো লাগে না, আমি এমনিই পারবো। হুট করে একদিন হোঁচট খেলে তার ভেতর উপলব্ধি আসে, সবসময় এমনিতেই সব হয় না, মাঝে মাঝে ইফোর্ট দেয়া লাগে।
মানুষের অনুভূতি নিঃস্বার্থ হয়, কিন্তু যাকে আপনি আপনার ১০০% ইফোর্ট দিয়ে যাচ্ছেন, তার থেকে যদি ০% ইফোর্ট পান এবং এটা টের পেয়েও যদি আপনি একই রকম ইফোর্ট দিতে থাকেন, তাহলে আপনি অবশ্যই নিঃস্বার্থ রকমের ভালো মানুষ এবং চরম বোকা মানুষ বোকা মানুষরা কেয়ার কিংবা ভালোবাসার এই যুদ্ধে শেষমেশ নিজের বোকামির জন্য হেরে যায়
তবে বোকা মানুষ হওয়ার সুবিধা আছে একটা নির্দিষ্ট সময় জুড়ে আপনি অনেক বেশি কষ্ট পাবেন অনেক বেশি মানে অনেক অনেক বেশি তারপর ঐ নির্দিষ্ট সময় শেষে আপনি বাকি জীবনের জন্য শক্ত হয়ে যাবেন এই নির্দিষ্ট সময়টা কতদিন – সেটা নির্ভর করে আপনার ইচ্ছাশক্তির উপর, আপনি কত তাড়াতাড়ি নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারেন, সেটার উপর !!
আপনার এই পরিবর্তনটা কাচের দেয়াল থেকে একদম পাথরের দেয়াল হয়ে যাওয়ার মত একটু টোকা দিলেই আপনি আগে ভেঙ্গেচুরে যেতেন, এখন শত আঘাতেও অক্ষত থাকবেন আর সেই মানুষটা যে মানুষটা ০% ইফোর্ট দিয়ে আপনার কাছ থেকে সবকিছু পেতো, আপাদত মনে হতে পারে।
সে আসলে হারে নি কিংবা কিছুই হারায় নি বরং ফ্রি তে আপনার থেকে কেয়ার, ভালোবাসা ভোগ করে গেছে আসলেই কি তাই না কারণ তার ভেতর আফসোস চলে আসবে সে স্বীকার করুক আর নাই করুক, সে সবকিছু মিস করবে জ্বরের ঘোরে হোক, বৃষ্টির দিনে হোক কিংবা ঘুম ভাঙ্গা মাঝরাতেই হোক সচেতন বা অবচেতন মনে সে উপলব্ধি করবে, বিশাল একটা ভুল হয়ে গেছে সে আসলে খুব ক্ষুদ্র একটা সময় জুড়ে ভালো ছিল
কিন্তু পরবর্তী বিশাল একটা সময় জুড়ে সে ঐ ক্ষুদ্র সময়ের কেয়ার এবং ভালোবাসার অভাবে তীব্রভাবে ভুগবে কোন একটা সম্পর্কে যে মানুষটা নিজের ১০০% ইফোর্ট দিয়েছিলো।
সে শুধু কষ্ট পায়, তার আসলে আফসোস করার কিছুই নেই … বরং যে মানুষটা একদমই ইফোর্ট দেয় নি, পুরোটা জীবন তার এই আফসোসেই কাটবে যে, ইস !! হয়তো একটুখানি ইফোর্ট দিলেই আজকে ভালো থাকতাম দিনশেষে, কষ্টই বরং সাময়িক, আস্তে ধীরে চলে যায় … কিন্তু আফসোসটা কেন জানি রয়ে যায়, পুরোটা জীবন তাড়া করে বেড়ায়।
সূত্র: ইন্টারনেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।