আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার স্বনামধন্য মানবাধিকার বিশেষজ্ঞ ও শান্তিবাদী নেতা ড্যানিয়েল কোভালিক বলেছেন, জনগণের ওপর মার্কিন পুলিশের বর্বরতা থামাতে আমেরিকায় জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো উচিত। ইরান ভিত্তিক টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’র এ অধ্যাপক বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন শহরে এসব পুলিশ ও এজেন্টকে পাঠিয়েছেন যারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মুখোশ পরে বিক্ষোভকারী এবং শান্তিবাদী মানবাধিকার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এসব বিষয় এমন ছিল যা আমরা সত্যিই কখনো আমেরিকায় দেখি নি।
নতুন এক তদন্তে দেখা যায়- মার্কিন পুলিশ কর্মকর্তারা শান্তিপূর্ণ সমাবেশের ওপরও আইনভঙ্গ করে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করেছে। এ প্রসঙ্গে ড্যানিয়েল কোভালিক বলেন, “আমরা পোর্টল্যান্ডের মতো বিভিন্ন জায়গায় মার্কিন পুলিশ ও ফেডারেল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবাধিকার বিষয়ক আইন লঙ্ঘন করতে দেখছি। আমরা এখন আমেরিকায় আজেন্টিনার ডার্টি ওয়ার অথবা পিনোশের আমলে চিলির ঘটনাবলী দেখছি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।