স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বিকালে ছেলেদের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হতে হয় মালদ্বীপকে। সন্ধ্যায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে মালদ্বীপকে।
নেপালে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে মালদ্বীপের মেয়েরা।
তার সুফল আসে প্রথমার্ধেই। ম্যাচের ৩২ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে নেয়া সাবিনা খাতুনের শটে বল খুঁজে নেয় জাল।
এর দুই মিনিট পর মাসুরা পারভিন এগিয়ে নেন দলকে। প্রথমার্ধ শেষ হবার মিনিট পাঁচ আগে আবারও সাবিনার আক্রমণ। গোল করে দলকে এগিয়ে নেন ৩-০ গোলে।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি। বেশ কয়টা পরিবর্তন আনা হলেও আর গোল পায়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে মাঠ ছাড়ে সানজিদা-সাবিনারা। এর আগে ২০১৬ সালে সাফের সেমি ফাইনালে শেষবার দেখা হয়েছিল দুই দলের। মালদ্বীপকে হারিয়ে ‘এ’ গ্রুপে সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে বাংলাদেশ ও ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।