জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ায় প্রায় আড়াই লাখ বাংলাদেশি প্রবাসীকে পাসপোর্ট দেয়া হয়েছে। গত কয়েকমাস ধরে হাতেহাতে এসব পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
এর ফলে কাগজপত্রবিহীন অভিবাসী কর্মীরা সহজেই বৈধ হতে পারছেন। এতে খুশি প্রবাসীরা। মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও, এর যাচাইকরণ প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
এই কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার, সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস।
মালয়শিয়ার হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইং কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে গেল বছর ২৭ জানুয়ারি আরটিকে ২.০ নামের একটি প্রোগ্রামের ঘোষণা দেয় দেশটির সরকার। এর মাধ্যমে গেল এক বছরে প্রায় আড়াই লাখ পাসপোর্ট বিতরণ করা হয়েছে এবং এই সেবা এখনও চলমান। ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
এদিকে, সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে আগামী ২৭ ও ২৮ জানুয়ারী ২য় ধাপে প্রবাসী বাংলাদেশিদের হাতে হাতে পাসপোর্ট বিতরণ করবে হাইকমিশন।
এমন পাসপোর্ট সেবা পেয়ে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।