জুমবাংলা ডেস্ক : রাজনৈতিক অস্থিরতাপূর্ণ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।
এ খবর দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর– আইএসপিআর।
সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, “পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। তবে মালিতে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীসহ সকল জাতিসংঘ শান্তিরক্ষীরা বর্তমানে নিরাপদে রয়েছে।”
এ দিকে বুধবার বিবিসি জানায়, সামরিক বাহিনীর একটি অংশের হাতে আটক হওয়ার পর মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কেইতা পদত্যাগ করেছেন। টেলিভিশন ভাষণে সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত বলে ঘোষণা করেন তিনি।
এর আগে মঙ্গলবার তাকে ও দেশটির প্রধানমন্ত্রী বোউবোউ সিসেকে আটক করে রাজধানী বামাকোর একটি সামরিক ক্যাম্পে নিয়ে যায় বিদ্রোহী সৈনিকেরা, যার নিন্দা জানিয়েছে ওই অঞ্চলের অন্যান্য দেশ ও ফ্রান্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।