জুমবাংলা ডেস্ক : শ্রীমঙ্গল উপজেলার কালাপুরের নুরুল ইসলাম তালুকদার মাল্টা চাষে লাভবান হয়েছেন। এই উপজেলার পাহাড়ি মাটি মাল্টা চাষের উপযোগী হওয়ায় দিন দিন এর চাষ বাড়ছে। চাষিদের মধ্যে মাল্টা চাষের আগ্রহ সৃষ্টি হচ্ছে। মাল্টা চাষে সফল হওয়ায় আর্থিকভাবে স্বচ্ছল হয়েছেন তিনি।
জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩০০ টি প্রদর্শনী প্লটে মাল্টার চাষ হচ্ছে। এছাড়াও ইতোমধ্যে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে ব্যাক্তিগত উদ্যোগে ১৫ মাল্টা বাগান গড়ে উঠেছে। কৃষি বিভাগের পরামর্শে নুরুল ইসলাম তালুকদার দেশি এই মাল্টা চাষ করে সফল হয়েছেন। তার বাগানের প্রতিটি গাছে ঝুলছে শত শত মাল্টা। তার সফলতা দেখে অনেকেই নিজ উদ্যোগে মাল্টা চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
নুরুল ইসলাম বলেন, ২০১৭ সালে আড়াই একর জমিতে ৭০০টি মাল্টার চারা রোপন করে চাষ শুরু করি। গত বছর ৩৭ হাজার টাকার মাল্টা বিক্রি করি। এবছর মাল্টার বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছে প্রচুর পরিমানে মাল্টা এসেছে।
তিনি আরো বলেন, এবছর মাল্টার যা ফলন এসেছে তাতে দেড় থেকে দুই লক্ষ টাকার মাল্টা বিক্রি করতে পারবো।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি বলেন, আমাদের দেশে ২০০৩ সালে বারি মাল্টা-১ জাতের মাল্টার উদ্ভাবন হয়। তারপর থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলার এর চাষ ছড়িয়ে যায়। গোলাকার সবুজ রঙের ফলটি খুব রসালো আর খেতেও সুস্বাদু। এই মাল্টা হেক্টর প্রতি ২০ টন উৎপাদন হয়।
তিনি আরো বলেন, গত ৫ বছরে এখন শ্রীমঙ্গলে প্রদর্শনী প্লটের সংখ্যা ৩০০ টি। ব্যক্তিগত উদ্যোগে আরো ১৫ টি মাল্টা বাগান গড়ে উঠেছে। মাল্টা চাষে চাষিদের উৎসাহিত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি। আশা করছি আমাদের আর আমদানি নির্ভর থাকতে হবে না।
আনারসের রাজধানী মধুপুরে চাষ হচ্ছে কফি, নতুন স্বপ্ন বুনছেন কৃষকরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।