আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় অন্যতম শর্ত হলো মাস্ক পরা। অথচ কঠিন এই বিধি অমান্য করেই যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এক হাসপাতালে হাজির হলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
মিনেসোটার মায়ো ক্লিনিক পরিদর্শনে যান পেন্স। সেখানে তিনিই একমাত্র মাস্কহীন লোক দর্শনার্থী ছিলেন। পেন্স হলেন হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের প্রধান।
ডিলিট করা এক টুইটে হাসপাতাল থেকে জানানো হয়েছে, সবার জন্য মাস্কের দরকার কি-না এই পলিসি পরখ করতেই এসেছিলেন পেন্স। অথচ, করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নির্দেশনা, যেসব জায়গায় সামাজিক দূরত্ব মানা কঠিন সেসব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। মায়ো ক্লিনিকেরও সব ধরনের রোগী ও দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক।
ওই পরিদর্শনে মাইক পেন্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ কমিশনার, অ্যাডমিনিস্ট্রেটর ড. স্টিফেন হ্যান। তবে মাস্ক পরিহিত ছিলেন তারা।
নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলেও এখন পর্যন্ত একবারও মাস্ক পরতে দেখা যায়নি ভাইস-প্রেসিডেন্ট পেন্সকে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকেও বলতে দেখা গেছে, মাস্ক পরার পরিকল্পনা নেই তার। শুরুতে সবার মাস্ক পরার নীতির বিরোধীও ছিলেন তারা।
একক দেশ করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ছাড়িয়েছে ৫৮ হাজার ৩০০।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।