কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: মাস্ক না পরে রাস্তায় চলাফেরা করায় নীলফামারীর কিশোরগঞ্জে আজ (৩০ মার্চ) ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা বেগম। উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১০ জনকে ১০০১ টাকা জরিমানা করেন তিনি।
এদিকে, সাধারণ মানুষদের মাঝে আরও সচেতনতা বৃদ্ধির জন্য মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম জানান, ‘আমরা সরকারে ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি।সাধারণ মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আজ ১০ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া গোটা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মাইকিং করা হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।