স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের শুরুটা মোটেই ভালো হয়নি মিনিস্টার ঢাকার। তারকাবহুল দল গড়েও নিজেদের দুই ম্যাচ হেরে যায় মাহমুদউল্লাহরা। অবশেষে জয়ে ফিরলো ফরচুন বরিশালকে হারিয়ে।
সোমবার দিনের প্রথম ম্যাচে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ ওভার ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিয়েছে মিনিস্টার ঢাকা।
এর আগে গেইল-ব্রাভোর ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ফরচুন বরিশালের সংগ্রহ করে ১২৯ রান। জিততে হলে মিনিস্টার গ্রুপ ঢাকার টার্গের ১৩০ রান। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩৬ রান গেইলের, দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান ব্রাভোর।
দিনের প্রথম ম্যাচে দুপুরে মিরপুর শেরে বাংলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অর্থাৎ প্রথমে ব্যাটিং করতে নামে বরিশাল।
ঢাকার বোলারদের সামনে ধুঁকতে থাকা বরিশালের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩৬ করেন ক্রিস গেইল। ক্যারিবীয় তারকা ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ইসুরু উদানার বলে মাঠ ছাড়েন। শেষদিকে আরেক ক্যারিবিয়ান ডোয়েন ব্রাভোর কল্যানে মোটামুটি সংগ্রহ পায় দলটি। ডানহাতি এই ব্যাটার ২৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থাকেন।
দলের হয়ে এছাড়া সাকিব আল হাসান ১৯ বলে ২৩ ও ওপেনার সৈকত আলী ১৫ রান করেন।
ঢাকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান আন্দ্রে রাসেল ও উদানা। এছাড়া একটি করে উইকেটের দেখা পান রুবেল হোসেন, শুভাগত হোম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এ ম্যাচে ঢাকার একাদশ থেকে এবাদত হোসেন বাদ পড়েছেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন হাসান মুরাদ।
ফরচুন বরিশাল একাদশ
নাজমুল হোসেন শান্ত, শৈকত আলী, সাকিব আল হাসান(অধিনায়ক), তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, নুরুল হাসান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম।
মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ
তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ(উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, মোহাম্মদ নাইম, মাহমুদউল্লাহ(অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম, ইসুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মুরাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।