আন্তর্জাতিক ডেস্ক : নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এ গিনেস রেকর্ডটি বেশ অদ্ভুত হওয়ার কারণেই এমন আলোড়ন তুলেছে। বিবিসির প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডুয়েন হ্যানসেন নামের এক ব্যক্তি মিষ্টি কুমড়ার নৌকায় ৬১ কি.মি.পাড়ি দিয়ে রেকর্ড গড়েছেন। একটি বড় ফাঁপা কুমড়া দিয়ে তৈরি একটি নৌকায় করে তিনি দীর্ঘতম ভ্রমণ করেন। আর এ কুমড়াটি তিনি নিজেই ফলিয়েছেন।
নেব্রাস্কার এ লোকটি ২৭ আগস্ট তারিখে তার ৬০তম জন্মদিনে মিসৌরি নদীতে যাত্রা করে এ রেকর্ডটি করেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমড়ার ভিতরে ঠাসা বৃদ্ধের ছবি ঘুরপাক খাচ্ছে। এ রেকর্ডটি করার সময় হ্যানসেন শহরের কর্মকর্তাদের আমন্ত্রণ জানান তা প্রত্যক্ষ করার জন্য।
৬০ বছর বয়সী এ বৃদ্ধ তার ৩৮৪ কেজি ওজনের কুমড়ার পাত্রে সকাল ৭টা ৩০ মিনিটে যাত্রা শুরু করেছিলেন এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তা সম্পূর্ণ করেছিলেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এ বিষয়ে বলেছেন, এটা অদ্ভুত সুন্দর এক কাজ। যা সত্যিই চমৎকার। অন্য এক নেটিজেন বলেন, আমি এ ব্যাপারটা ভালোবাসি। এটা খুবই চমৎকার কাজ। ডুয়ান ভালোভাবেই এটা সম্পন্ন করেছেন।
সূত্র : জিও নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।